অফিসিয়াল পেজ ছাড়া সব ফেক, সতর্কবার্তা নাগরিক পার্টির

জাতীয় নাগরিক পার্টি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের নামে খোলা ভুয়া ওয়েবসাইট বা পেজের ভুল তথ্যের কোনো দায়ভার তারা নেবে না।

সোমবার (৩ মার্চ) পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়, National Citizen Party - NCP (জাতীয় নাগরিক পার্টি) নামের অফিসিয়াল পেজ ছাড়া ফেসবুকে দলের অন্য কোনো অনুমোদিত পেজ নেই। এর বাইরে যে কোনো পেজ বা ওয়েবসাইট ভুয়া এবং বিভ্রান্তিকর।

পোস্টে আরও উল্লেখ করা হয়, এখনো জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়নি। তাই নাগরিক কমিটির নামে চালু হওয়া যেকোনো ওয়েবসাইটের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের দায়িত্ব পার্টি নেবে না।

দলটির পক্ষ থেকে জানানো হয়, অফিসিয়াল ওয়েবসাইট চালু হলে তা যথাযথভাবে জানিয়ে দেওয়া হবে। এছাড়া, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা অফিসিয়াল পেজেই প্রকাশ করা হয়েছে এবং দল সম্পর্কিত যেকোনো তথ্য এই পেজ থেকে জানা যাবে। জাতীয় নাগরিক পার্টি নিয়ে পরামর্শ বা মতামত জানাতে আগ্রহীদের অফিসিয়াল পেজের ইনবক্সে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

Share this news on: