ডিসেম্বরে নির্বাচন না হলে জাতি ভয়ঙ্কর বিপদে পড়বে : দুদু

সরকারের কাছে সহজ, স্বাভাবিক এবং সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা হয়, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে এই জাতি আবার একটি ভয়ংকর বিপদের মধ্যে পড়বে।

আজ সোমবার (৩ মার্চ) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে ছায়াবীথি প্রকাশনী। সেখানে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, ‘সরকার সৎভাবে বলেছেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন হয়। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়ে কথা না রাখার মতো হয়... দেশ স্বাধীনের আগে বলে হয়েছিল দেশে গণতন্ত্র ও স্বাধীনতা দেবে, কিন্তু ক্ষমতায় আসার পর অর্থাৎ ৭২-৭৫ এর মধ্যে আমরা যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার ১৫-১৬ বছরের যে অবস্থা দেখেছি, সে রকম ঘটনা যদি হয়, সবচেয়ে সহজ ও স্বাভাবিক নির্বাচনের পথে যেতে যদি ঘাটতি দেখা দেয়, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার সেদিকে না গিয়ে রাজনৈতিক দলসহ সকল শ্রেণী-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে আগানোর আহ্বান রাখছি। কারণ দেশের সংকট এখনো দূর হয়নি।’

জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকে সম্মান জানিয়ে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘আজকে যারা গণ-অভ্যুত্থান করেছে, মানুষ ও জাতিকে মুক্ত করেছেন, সেসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা। তারা আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ।

তারা দেশ পুনঃনির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। যারা আহত হয়ে বিছানায় পড়ে আছেন, তাদের আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারছি না, তারা বারবার রাস্তায় নেমে আসছেন। এটা আমাদের জন্য লজ্জার।’
৯০ গণ-অভ্যুত্থানের পর দ্রুত নির্বাচন করা সম্ভব হয়েছিল উল্লেখ করে দুদু বলেন, ‘এখন কোথায় যেন আমরা আটকে যাচ্ছি। বুঝছি সংকট বাড়ছে, এভাবে চলতে পারে না।

বুঝছি নির্বাচন করতে যদি দীর্ঘ সময় হয়, তাহলে ষড়যন্ত্রকারীরা লাভবান হবে। যে দেশে মানুষ দীর্ঘ সময় ভোট দিতে পারে নাই, তাদের এখনো ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে পারি নাই। দেশে বাজার সিন্ডিকেট এখনো আছে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করতে পারছে না। এগুলো আছে। কিন্তু ভোটের দিকে যদি আমরা যেতে পারতাম, তাহলে সংকট কিছুটা হলেও কাটতো। এই সংকট কাটাতে গেলে বাস্তব সিদ্ধান্ত নিতে হবে।’

Share this news on:

সর্বশেষ

img
প্রথম বলিউড নায়িকা হিসেবে ১৭ কোটির গাড়ি কিনলেন উর্বশী Mar 13, 2025
img
সিলেটে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, বাড়বে তাপপ্রবাহের বিস্তৃতি Mar 13, 2025
img
রমজানে মহানবী (সা.)-এর দান-সদকা Mar 13, 2025
img
এক বছর থেকে গৌরীর সঙ্গে প্রেম করছেন আমির খান Mar 13, 2025
img
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল Mar 13, 2025
img
সবোর্চ্চ ৯০ দিনের মধ্যে আছিয়ার হত্যাকারীদের বিচার করতে হবে: জামায়াত আমির Mar 13, 2025
img
আছিয়ার জানাজা সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন Mar 13, 2025
img
গাম্বিয়ার সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরতর করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Mar 13, 2025
পুরুষদের নিয়ে যে মন্তব্য করলেন ভিকারুননিসার শিক্ষার্থীরা Mar 13, 2025
সাংবাদিকের বেতন কত হবে? বললেন প্রেস সচিব Mar 13, 2025