কোন আসনে লড়বেন সারজিস আলম? জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা । এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম, এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ সারজিস আলম।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে শীর্ষ নেতারা প্রার্থী হিসেবে নির্বাচন করার পরিকল্পনা করছেন, যার মধ্যে সারজিস আলম অন্যতম। পঞ্চগড়ে এক জনসভায় তিনি ইতোমধ্যে জানিয়েছেন, যদি জনগণ চায়, তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন।
সারজিস আলমের নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ আসন, যা পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলা, তেতুলিয়া উপজেলা এবং আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে বিএনপির শাসনামলে দুই স্পিকার নির্বাচিত হয়েছিলেন। এই সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদীর প্রবেশমুখ হওয়ায় তিস্তা চুক্তি নিয়ে রাজনীতি আবারও তুঙ্গে উঠেছে।
বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন ব্যরিস্টার নওশাদ জমির, যিনি ২০১৮ সালে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য এবং অস্থায়ী রাষ্ট্রপতি ব্যরিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র। জমির উদ্দিন সরকার ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাতক থাকায় ও এই আসনে বিএনপির মধ্যে কোন বিভাজন না থাকায় সারজিস আলমই সবচেয়ে বড় প্রতিদ্বন্দি।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় বর্তমানে জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএনপির স্থায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যরিস্টার নওশাদ জমির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমই আগামী নির্বাচনে পরিচিত মুখ। তবে নওশাদ জমির ও সারজিস আলমের লড়াইটাই বেশি হবে ধারণা করছেন স্থানীয়রা।