৭২ ঘণ্টা পর নৌযান চলাচল শুরু

ঘূর্ণিঝড় ফণীর কারণে টানা তিন দিন নৌযান চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। রোববার সকাল ৬টা ৫ মিনিট থেকে নৌযান চলাচল শুরুর অনুমতি দেয়া হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ)পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির।

ঢাকা সদরঘাট থেকে সকাল ৭টা ২০ মিনিটে যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী।

বৃহস্পতিবার বেলা সাড় ১১ টা থেকে অভ্যন্তরীণ নৌপথেও চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ। ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশ উপকূলের ৯১৫ কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তর সতর্কতার মাত্রা বাড়িয়ে মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরে বিপদ সংকেত জারি করে। এরপর নৌপথে যান চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ।

ঘূর্ণিঝড় ফণী ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে উপকূল অতিক্রম করে স্থলভাগে উঠে আসার পর শনিবার বাংলাদেশে প্রবেশ করে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পরিণত হয় স্থল নিম্নচাপে। এরপর সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

এক নম্বর সতর্কতা সংকেত থাকলেও তাতে নৌযান চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির।

 

টাইমস/জিএস

Share this news on: