ফণীতে ৩৮ কোটি ৫৪ লাখ টাকার ক্ষতি: কৃষিমন্ত্রী

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের ৩৫ জেলার ৬৩ হাজার ৬৩ হেক্টর জমির ধান, ভুট্টা, সবজি, পাট ও পানের আংশিক ক্ষতি হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৫৪ লাখ দুই হাজার ৫০০ টাকা বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ক্ষয়ক্ষতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, আক্রান্ত ফসলি জমির মধ্যে বোরো ধান ৫৫ হাজার ৬০৯ হেক্টর, সবজি তিন হাজার ৬৬০ হেক্টর, ভুট্টা ৬৭৭ হেক্টর, পাট দুই হাজার ৩৮২ হেক্টর ও ৭৩৫ হেক্টর পান রয়েছে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৩ হাজার ৬৩১ জন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংগৃহীত প্রাথমিক তথ্য অনুযায়ী এ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে।

তবে ফসলের এই ক্ষতিতে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সরকারের নানা পদক্ষেপে জানমাল ও ফসলের ক্ষতি কম হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে আপাতত চাল এবং আলু রপ্তানি বন্ধ রাখা হবে।

কৃষকদের সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, রবি ২০১৯-২০ মৌসুমে বিনামূল্যে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, চিনা বাদাম, মুগ ডাল চাষের জন্য বীজ ও সার বিতরণের জন্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়াও শীতকালীন সবজি চাষের জন্য পারিবারিক পুষ্টির অংশ হিসেবে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ কর্মসূচি নেয়া হবে।

ফণীর প্রভাবে সারাদেশের মোট ৩৫ জেলা আক্রান্ত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

টাইমস/এএস/এসআই

Share this news on: