যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। এ ঘটনায় ওই দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ প্রকাশিত খবরের ডগলাসের কাউন্টি শেরিফ টনি স্পুরলকের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার দুই শিক্ষার্থী স্কুলের দুইটি ক্লাসরুমে ঢুকে গুলি ছুড়তে থাকে। এতে শিক্ষার্থী হতাহত হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী শেরিফ বিভাগের সাবস্টেশন ডেপুটিরা ঘটনাস্থলে পৌছে তাদের আটক করেন।

ডগলাস কাউন্টি আন্ডারশেরিফ হোলি নিকোলসন ক্লুথ বলেন, ‘কর্মকর্তারা যখন স্কুলে পৌঁছান তখনও ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছিলো। কর্মকর্তারা স্কুলে ঢুকে দ্রুত ব্যবস্থা নিতে পারায় অনেকগুলো জীবন বাঁচানো সম্ভব হয়েছে।’

আটক দুই শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেননি স্পুরলক। শুধু জানিয়েছেন, তাদের একজন প্রাপ্তবয়স্ক আর আরেকজন শিশু। নিহত শিক্ষার্থীর নামও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে তার বয়স ১৮ বছর বলে জানানো হয়েছে।

 

টাইমস/জিএস

Share this news on: