চট্টগ্রামে সোয়া কোটি টাকার সোনাসহ চীনা নাগরিক আটক

২৪টি সোনার বারসহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের এক নাগরিককে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। উদ্ধার করা সোনার বারের ওজন ২ কেজি ৮০০ গ্রাম। বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা।

বুধবার সকাল ৭টা ১০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন।

আটক চীনা নাগরিকের নাম ফ্যান রুংগুই। তিনি চার্জার লাইটে করে সোনার বারগুলো নিয়ে আসেন। তাকে পতেঙ্গা থানা ‍পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাস্টমসের উপকমিশনার নূর উদ্দীন মিলন বলেন, চীনা নাগরিক ফ্যান রুংগুই চার্জার লাইটের ভেতরে লুকিয়ে এসব সোনার বার পাচারের চেষ্টা করেছিলেন। তবে স্ক্যানে শনাক্ত হওয়ার পর চার্জার লাইন ভেঙে এই সোনার বার উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় সোয়া কোটি টাকা।

নূর উদ্দীন মিলন বলেন, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৪৩ বার বাংলাদেশে আসা-যাওয়া করেন এই চীনা নাগরিক।

 

টাইমস/এইচইউ

Share this news on: