৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি, বিউটি ট্যোবাকোর কারখানা সিলগালা

বিপুল পরিমান ভ্যাট ফাঁকির অভিযোগে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বিউটি টোব্যাকোর সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়। সেই সঙ্গে বিউটি টোব্যাকোর কারখানা সিলগালা করে দিয়েছে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। 

মঙ্গলবার ( ১১ মার্চ) শিবালয়ের নতুন পাড়ায় অবস্থিত কারখানায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ম্যাজিস্টেট, ভ্যাট কর্মকর্তা, কাস্টমস কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস বলেন, বিউটি টোব্যাকোর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। কোম্পানিটি দীর্ঘদিন ধরে ভ্যাট ফাঁকি দিয়ে সিগারেট তৈরি করে বাজারজাত করে আসছে । এ কারণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্যাট ফাঁকির সত্যতা পাওয়া গেছে। এছাড়া ফ্যাক্টরিতে থাকা নকল ব্যান্ডরোল ও সিগারেটের শলাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অমান্য করে কারখানা পরিচালনাসহ নানান অসঙ্গতি থাকায় বিউটি টোব্যাকোর কারখানাটি সিলগালা করে দেওয়াও হয়েছে।

এই ঘটনায় ভ্যাট কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পৃথক পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ম্যাজিস্ট্রেট সাথী দাস।

অভিযানের বিষয়ে জানতে চাইলে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, ৩৪ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে বিউটি টোব্যাকোর বিরুদ্ধে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জানা গেছে, মানিকগঞ্জের বিউটি টোব্যাকোর মালিক ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের (এনসিএমএ) সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
সমাজের চিন্তায় খোলামেলা শয্যাদৃশ্যে আপত্তি কারিনার Mar 12, 2025
img
‘আমি প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে হবে’ Mar 12, 2025
img
১৫ বছরের নিচে কেউ হজে যেতে পারবে না Mar 12, 2025
img
‘কুমারীত্ব’ বিকিয়ে ১৮ কোটি পেলেন কলেজছাত্রী Mar 12, 2025
img
গণজাগরণ মঞ্চের কতিপয় নেতাকর্মীর আবির্ভাব বরদাস্ত করা যায় না : ইশরাক হোসেন Mar 12, 2025
img
এই সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের Mar 12, 2025
img
আ.লীগকে ফেরানোর পরিকল্পনা নিয়ে হাসনাতের স্ট্যাটাস Mar 12, 2025
img
‘জান দেব, জুলাই দেব না’, স্লোগানে উত্তাল শাহবাগের রাজপথ Mar 12, 2025
img
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন মাহমুদউল্লাহ Mar 12, 2025
img
রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, সমালোচনার ঝড় Mar 12, 2025