আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর বাইশ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। এক সপ্তাহ আগে মাহমুদ উল্লাহর সতীর্থ মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান।
আজ বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ।
ফেসবুকে রিয়াদ লিখেছেন, 'সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।'
বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে মাহমুদ উল্লাহ আরো লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে একটা সময় শেষ বলে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।
ব্যাট-বল তুলে রাখার ঘোষণা দেওয়ার দুই আগে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন মাহমুদ উল্লাহ। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তার। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে ২৩৯ ওয়ানডেতে রান করেছেন ৫৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে।
অন্যদিকে ৫০ টেস্টের বিপরীতে মাহমুদ উল্লাহ খেলেছেন ১২১ টি-টোয়েন্টি।
সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সবমিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।
টিএ/