ভেনেজুয়েলায় জাহাজের ক্যাপ্টেন-নাবিকের মুক্তির চেষ্টা চলছে

ভেনেজুয়েলায় আটকে থাকা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন ও নাবিকদের মুক্তির বিষয়ে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক জানতে চান—ভেনেজুয়েলার বন্দরে আটক প্রায় ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারে ব্রাসিলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী পদক্ষেপ নিচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না। জবাবে মুখপাত্র জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উত্তরে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম অনুযায়ী মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ কর্তৃক আইনি কার্যক্রম শুরু হয় এবং জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা রুজু করা হয়।

রফিকুল আলম জানান, এ পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সব আইনি অধিকার নিশ্চিত করে মাস্টারের আশু মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার (ভেনেজুয়েলার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) সাহায্যে ব্রাসিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলা দূতাবাসের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এছাড়া, বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তরসহ জাহাজের স্বত্বাধিকারী ও এর মাস্টারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা, জাহাজ ও এর মাস্টারের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় চলমান রয়েছে।

মুখপাত্র জানান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে।

যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তিসহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

পুরুষদের নিয়ে যে মন্তব্য করলেন ভিকারুননিসার শিক্ষার্থীরা Mar 13, 2025
সাংবাদিকের বেতন কত হবে? বললেন প্রেস সচিব Mar 13, 2025
আলিয়া ভাট এর ঘোষণায় রণবীর-আমির ভক্তদের চমক! Mar 13, 2025
img
সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি : সালাহউদ্দিন Mar 13, 2025
img
ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে : মির্জা ফখরুল Mar 13, 2025
img
সিরিয়ায় আইনের মূল ভিত্তি থাকবে ইসলামিক আইনশাস্ত্র Mar 13, 2025
img
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ায় প্রবেশ করছে রুশ ডিজেলবাহী ট্যাঙ্কার Mar 13, 2025
img
আছিয়ার জানাজা সম্পন্ন, শোকে আচ্ছন্ন গ্রামবাসী Mar 13, 2025
img
মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটি দ্রুত শেষ করা হবে: আইজিপি Mar 13, 2025
img
ভারতে ভোজ্যতেল আমদানি চার বছরের সর্বনিম্নে Mar 13, 2025