চ্যাম্পিয়ন্স ট্রফির জিতে বাড়ি ফিরতেই ভারতীয় উইকেটকিপার-ব্যাটার স্বামীসহ রোম্যান্টিক ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা আথিয়া শেট্টি।
গতবছরই তারকাদম্পতি সুখবর দিয়েছিলেন যে, তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন।
বুধবার (১২ মার্চ) তাঁর শেয়ার করা পোস্টে আথিয়া কখনও স্বামী রাহুলের সঙ্গে বেবিবাম্প আগলে পার্কে হাঁটার ছবি দিয়েছেন তিনি, আবার কখনও বা দেখা গেল সোফায় আথিয়ার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন রাহুল। আথিয়া বেবিবাম্প আরও স্পষ্ট। আর মাত্র এক মাসের অপেক্ষা। তারপরই ভূমিষ্ঠ হবে রাহুল-আথিয়ার প্রথম সন্তান।
তার প্রাক্কালেই সুখী দাম্পত্যের সুখকর ঝলক প্রকাশ্যে আনলেন হবু মা-বাবা। ক্যাপশনে লেখা- ‘ওহ বেবি!’ যে ছবি দেখে উচ্ছ্বসিত বলিপাড়ার আরেক হবু মা কিয়ারা আদভানি। বেশ কয়েকটি ইমোজি পোস্ট করে অভিনেত্রীর প্রতিক্রিয়া, ‘এমনই ভালোবাসায় জড়িয়ে থাকো। কুনজর দূরে থাক।’
এসএম