রাজশাহীতে ১০ মামলার আসামি ‘গোলাগুলিতে’ নিহত

রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুরে একটি আম বাগানে মাদক বিক্রেতাদের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ১০ মামলার  আসামি বলে পুলিশ দাবি করেছে।

নিহত জিয়ারুল ইসলাম কালু উপজেলার পাকুড়িয়া এলাকার আব্দুল খালেকের ছেলে।

বাঘা থানার ওসি মহসিন আলী জানান, বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে উপজেলার কেশবপুরের একটি আম বাগানে গোলাগুলির ওই ঘটনা ঘটে। কালুর বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় অস্ত্র ও মাদকের দশটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে মাদক ও অস্ত্র চোরাচালান করে আসছিলেন।

ওসি মহসিন আলী আরো জানান, আধিপত্য বিস্তারের জেরে মাদক বিক্রেতাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কালুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ কালুকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন  ও ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডা. আক্তারুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই কালুর মৃত্যু হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।

 

টাইমস/এসআই

 

Share this news on: