ফিলিস্তিনি শিক্ষার্থী আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রাম্প টাওয়ারের লবিতে বিক্ষোভ করেছেন মার্কিন ইহুদিরা। বৃহস্পতিবার মার্কিন ইহুদিদের ‘জিউস ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় ৯৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের পরনে থাকা লাল টি-শার্টে লেখা ছিল, ‘ইহুদিরা বলছে, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’। তাদের হাতে ছিল ব্যানার ‘এখনই খলিল মাহমুদকে মুক্তি দিন’ বলে স্লোগান দিচ্ছিলেন তারা।

গাজা যুদ্ধের সময় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন খলিল। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে, এরপরও যারা রয়ে গেছেন, তাদের মধ্য থেকে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘অনধিকার প্রবেশ, গ্রেফতারে বাধা ও প্রতিরোধের’ অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

খলিলকে আটকের বিরুদ্ধে যারা বিক্ষোভ করেছেন, তাদের মধ্যে অভিনেতা ডেবরা উইংগারও আছেন। যদিও তাকে আটক করা হয়নি। অভিযোগ করে তিনি বলেন, ‘ইহুদিদের নিরাপত্তায় ট্রাম্প প্রশাসনের কোনো আগ্রহ নেই। আমি অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, আমি খলিলের পক্ষে দাঁড়িয়েছি।’
‘তাকে অবৈধভাবে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রাখা হয়েছে। আমেরিকা কী আপনার কাছে এমনই মনে হচ্ছে?’ বলেন তিনি। খলিল মাহমুদকে আটকের পর তাকে কোথায় রাখা হয়েছিল, তাৎক্ষণিকভাবে জানতেন না তার আইনজীবী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা খলিল (৩০) বিয়ে করেন এক মার্কিন নাগরিককে। তার বিরুদ্ধে কোনো আইন লঙ্ঘনের অভিযোগ নেই। যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে শনিবার নিউইয়র্কের সিটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়েছে। লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে তাকে রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, খলিলকে প্রথম আটক করা হয়েছে। আরও অনেককে ধরা হবে। যারা ‘সন্ত্রাসের পক্ষে, ইহুদিবিদ্বেষী ও আমেরিকাবিরোধী কর্মকাণ্ডে’ জড়িত, সেই সব শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মডেল মসজিদ দুর্নীতিতে সাবেক প্রকল্প পরিচালক শফিকুল বরখাস্ত Mar 15, 2025
img
বাংলাদেশের সংকটে পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস Mar 15, 2025
img
রাজধানীতে ৩৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার Mar 15, 2025
জাতিসংঘের হেডকোয়ার্টার ভবন দেখে অভিভূত মহাসচিব গুতেরেস Mar 15, 2025
গ"ণমি"ছিলের ডাক বামপন্থীদের, সিপিবি কার্যালয় ঘে"রা"ওয়ের ডাক পিনাকীর Mar 15, 2025
রোহিঙ্গাদের দেশে ফেরা নিয়ে যা বললেন ড. ইউনূস Mar 15, 2025
এক দশকের মধ্যে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী, ভবিষ্যদ্বাণী সারজিস আলমের! Mar 15, 2025
img
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কোপে পড়ছে ৪১ দেশের নাগরিক! Mar 15, 2025
১৫ জুলাই ঢাবিতে হা'ম'লা''য় ছাত্রলীগ কর্মী ও শিক্ষক শ'না'ক্ত Mar 15, 2025
img
শহীদ মিনারের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের পদযাত্রা শুরু Mar 15, 2025