রাজধানীতে ৩৮ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকা থেকে মো. রিফাতুল ইসলাম রিফাত (২৮) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে একটি বিদেশি রিভলবার ও ৩৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া গ্রেফতার ব্যক্তির কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহৃত ১টি মটরসাইকেল, ১টি স্মার্ট মোবাইলফোন ও ১টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় কতিপয় দুস্কৃতকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। ওই মাদকদ্রব্য উদ্ধার এবং দুস্কৃতকারীদের গ্রেফতারে সেখানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীকালে র‌্যাব ২- এর আভিযানিক দল ওই এলাকায় অভিযান গুলিসহ অবৈধ ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্য সন্ত্রাসী ও মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়।

এতে আরও বলা হয়, র‌্যাব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধার হওয়া আলামত ও আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ