প্রথমবারের মতো বাহরাইন দেশীয়ভাবে নির্মিত স্যাটেলাইট উৎক্ষেপণ করল

প্রথমবার দেশীয়ভাবে নির্মিত উন্নত প্রযুক্তির স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে বাহরাইন। সম্পূর্ণরূপে দেশীয় প্রতিভায় পরিকল্পিত এবং বিকশিত স্যাটেলাইটটির নাম  'আল-মুনথার'। শনিবার (১৫ মার্চ) এটি উৎক্ষেপণ করা হয়।

বাহরাইনের জাতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পটি মানামার মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি মাইলফলক।

স্যাটেলাইটটি এই অঞ্চলের প্রথম উপগ্রহ, যেটিতে অনবোর্ড ইমেজ প্রক্রিয়াকরণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) একীভূত করা হয়েছে।

দেশটির জাতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আল-আসিরি আরব নিউজকে বলেন, কক্ষপথে 'আল-মুনথার'-এর সফল উৎক্ষেপণ দেশের মহাকাশ যাত্রায় একটি বড় মাইলফলক। এটি একটি অসাধারণ জাতীয় কৃতিত্ব। এটি সম্পূর্ণরূপে বাহরাইনিদের প্রতিভায় পরিকল্পিত এবং বিকশিত।

তিনি আরও বলেন, এই সাফল্য মহাকাশে বাহরাইনের 'নেতৃত্ব' প্রতিষ্ঠিত করার রাজকীয় দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। জাতীয় উন্নয়ন, এটি বাহরাইনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ২০৩০ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ।

এই স্যাটেলাইটে পৃথিবী পর্যবেক্ষণ ক্যামেরা, সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং একটি অনন্য সম্প্রচার ফাংশন রয়েছে। এটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে কাজ করবে।

স্যাটেলাইট কমিউনিকেশন অপারেশনের প্রধান রিম আবদুল্লাহ সেনান বলেন, আল-মুনথার মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে একটি হলো- উপগ্রহ এবং এর পেলোড পরিচালনার জন্য বাহরাইনি-পরিচালিত নিজস্ব সফ্টওয়্যার সিস্টেমের উন্নয়ন। এটি কেবল মহাকাশ প্রযুক্তির জাতীয়করণকেই এগিয়ে নেয় না, বরং উপগ্রহ পরিচালনায় বাহরাইনের স্বায়ত্তশাসনকেও শক্তিশালী করে। সফ্টওয়্যারটি উপগ্রহকে তার নির্ধারিত কাজগুলো দক্ষতার সাথে সম্পাদন করতে সক্ষম করে তোলে, যার মধ্যে রয়েছে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং পৃথিবীতে প্রেরণ।

তিনি আরও বলেন, বাহরাইনে স্থাপিত গ্রাউন্ড স্টেশন আল-মুনথারের কার্যক্রম তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্টেশনটি আমাদের উচ্চ নির্ভুলতার সাথে উপগ্রহ পরিচালনা করতে, ভবিষ্যতের মহাকাশ অভিযানগুলোকে সফল করতে, এমনকি একই ফ্রিকোয়েন্সিতে পরিচালিত অন্যান্য বিনামূল্যের উপগ্রহ থেকে তথ্য গ্রহণ করতে সাহায্য করে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার Mar 16, 2025
ভারতের ঋণে সড়ক নির্মাণ, বাংলাদেশের লাভ কতটুকু? Mar 16, 2025
গুতেরেসের সাথে বৈঠকের ব্যপার বুঝতে পারেননি মির্জা ফখরুল! Mar 16, 2025
জামায়াত নেতা আজহারুলের মুক্তি নিয়ে কি বলছেন আমিরে জামায়াত Mar 16, 2025
রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, সংস্কারের তাগদা Mar 16, 2025
img
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত Mar 16, 2025
img
যে ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায় Mar 16, 2025
img
বিটকয়েন চুরি: অভিযোগের তীর নিয়ন্ত্রণ সংস্থার কর্মীর দিকে Mar 16, 2025
img
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত Mar 16, 2025
img
ভারতে সংখ্যালঘুদের নিয়ে যা বললেন জন আব্রাহাম Mar 16, 2025