কেন হোলি খেললেন না জহির? সোনাক্ষীর রুদ্রমূর্তি!

বিয়ের পর প্রথম হোলি খেললেন দাবাং খ্যাত সোনাক্ষী সিনহা। তবে নববিবাহিত যুগলের বদলে কেবল নিজের ছবি পোস্ট করেছেন শত্রুঘ্ন কন্যা। উৎসবের দিনে স্বামী পাশে না থাকার কারণ খুঁজতে চাওর হয়েছে নানা গুঞ্জন। অনেকে বলছেন, ইসলাম ধর্মের অনুসারী হওয়ায় স্ত্রীকে সঙ্গ দেননি জহির।

এমন কটাক্ষের অবশ্য ঝাঁজালো উত্তর দিয়েছেন সোনাক্ষী। স্বামীর সমর্থন জানিয়ে বন্ধ করেছেন নিন্দুকের মুখ। জানান, শ্যুটিংয়ে থাকায় স্বামী জহির হোলির দিনে তার পাশে নেই। এসময় কমেন্ট বক্সে ভক্তদের শান্ত থাকতে মাথায় ঠাণ্ডা পানি ঢালতে বলেন সোনাক্ষী।

ইসলাম ধর্মের অনুসারী জাহির ইকবালের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত থেকেই নানারকম কটাক্ষ ধেয়ে এসেছে সোনাক্ষীর দিকে। নিয়ম মেনে সেসব এড়িয়ে গিয়েছেন হিরামান্ডি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই যুগলের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেকের ঈর্ষার কারণ। সারাক্ষণই একজন আরেকজনের ওপর প্র্যাংক খেলায় ব্যস্ত থাকায় ভক্তরা ভাবছিলেন, হোলির দিনেও হয়তো দুজনের অম্ল-মধুর সম্পর্কের ঝলক মিলবে।

তবে ভক্তদের হোলির দিন নিরাশ করেছেন সোনাক্ষী। বিয়ের পর প্রথম হোলির দিন একার রঙ্গিন ছবি পোস্ট করে ‘হতাশ’ করেছেন অনুসারীদের। ইন্সটাগ্রামে আবির মাখা মুখের একাধিক ছবি শেয়ার করলেও কোনোটিতেই পাশে নেই স্বামী জহির। ‘হোলি হ্যায়। রং দাও, আনন্দ কর!’ ছিল ছবির ক্যাপশন।

এতেই ছবির কমেন্ট বক্সে সমালোচনার ঝড় তুলেছেন সোনাক্ষীর অনুসারীরা। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটিজেনদের রোষানলে পড়েন তিনি। যার জবাব বেশ কড়া ভাষায় দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘কমেন্ট বক্সে একটু শান্ত থাকুন। আমি তো বললাম শুটিংয়ে আছি। তাই জাহির আমার সঙ্গে নেই। ও এই মুহূর্তে মুম্বইয়ে। মাথায় একটু ঠান্ডা পানি ঢালুন।’

প্রিয় মানুষের থেকে দূরে থাকলেও স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি জহির। কমেন্ট বক্সে প্রকাশ্যেই জানিয়েছেন প্রিয়তমাকে কতটা মিস করছেন তিনি।

এসএম

Share this news on: