বেঁচে যাওয়ার জন্য বিস্ময় পারশার

ভয়ঙ্কার এক দূর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সময়ের আলোচিত গায়িকা, অভিনেত্রী পারশা মাহজাবীন। নিজের ভ্যারিফাইয়েড ফেসবুক পেজে নিজেই পোস্ট দিয়ে জানিয়েছেন এই খবর।

পারশা লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল। কীভাবে যে বেঁচে গেছি!’

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার সময় তিনি যে গাড়িতে করে রাস্তায় বের হয়েছিলেন, সেটিতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বের হতে পারায় প্রাণে বেঁচে যান তিনি।

এর আগে পারশা দুর্ঘটনার আরেকটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। পানি ঢেলে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

এসএম

Share this news on: