ট্রেনের বেশ কয়েকটি বগি একসঙ্গে লাগানো যার ওজন প্রায় ২৭৯ টন।রেললাইনের ওপর থাকা এমন ভারী ট্রেনকে টেনে নিয়ে যাওয়াই তো একজন মানুষের জন্য ‘অসম্ভব’ কাজ।আর সেই কাজ শুধুমাত্র দাত দিয়ে করেছেন কাবোঙ্গা নামে পরিচিত মিসরের কুস্তিগীর আশরাফ মাহরুস।
শুধুমাত্র দাঁত দিয়ে এতো ভারী ট্রেন টেনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন আশরাফ।আশরাফ এ সপ্তাহে তিনটি ক্যাটাগরিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন।কেবল দাঁত দিয়ে ট্রেন টেনে নিয়ে যাওয়া নয় অন্য দুটি স্বীকৃতি হচ্ছে, ভারী লোকোমোটিভ টেনে নিয়ে যাওয়া এবং দ্রুততম সময়ের মধ্যে গাড়িকে ১০০ মিটার টেনে নেওয়া।
মিসরের রাজধানী কায়রোর রামসেস রেলস্টেশনে ট্রেন টেনে নিয়ে যাওয়া দেখতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হন। আশরাফ যখন দড়িতে বেঁধে যখন দাঁত দিয়ে ২৭৯ টন ট্রেন টেনে নিয়ে যাচ্ছিলেন, তখন উপস্থিত মানুষ উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। আশরাফ দাঁত দিয়ে ট্রেনটি ১০ মিটার টেনে নিয়ে যান।
উপস্থিত মানুষ তাঁর এমন বিস্ময়কর কাজ উপভোগ করেন এবং বলেন আশরাফের আসলে ‘অস্বাভাবিক শক্তি’ রয়েছে।
এসএম