সৌদিতে ২৯ রমজানে ঈদের চাঁদ উঠে থাকবে ৮ মিনিট

কুয়েতের আল-ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে ৩০ মার্চ। তবে, চাঁদ আকাশে মাত্র ৮ মিনিট থাকবে, ফলে সৌদি আরব ও কুয়েতে চাঁদ দেখা বেশ কঠিন হবে।

জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা আরও বলেছে, ২৯ মার্চ শনিবার দুপুর ১টা ৫৭ মিনিটে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ উঠবে, তবে দক্ষিণপূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সূর্যোদয়ের আগেই চাঁদটি অস্ত যাবে। এর ফলে, ওইসব দেশে ঈদ ৩০ মার্চ শুরু হবে না। কিছু দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবার সৌদির সঙ্গে রমজান শুরু করলেও, তারা হয়তো ৩০টি রোজা পূর্ণ করবে।

কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আরও বলেছে, কিছু আরব ও ইসলামিক দেশগুলোর মূল শহরের আকাশে চাঁদটি ৪ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত অবস্থান করবে। তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে স্ব স্ব দেশের চাঁদ দেখা কমিটি।

এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য তথ্য। তারা বলেছিল, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে খুশির ঈদ। সংস্থাটি বলেছে, “আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।”

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহিমান্বিত এ মাস।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে এবার বাংলাদেশের মানুষ ১ এপ্রিল ইদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা বেড়ে যাবে।


এমআর

Share this news on:

সর্বশেষ

img
ভিক্ষুককে ফুটপাত থেকে তুলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার Mar 16, 2025
ভারতের ঋণে সড়ক নির্মাণ, বাংলাদেশের লাভ কতটুকু? Mar 16, 2025
গুতেরেসের সাথে বৈঠকের ব্যপার বুঝতে পারেননি মির্জা ফখরুল! Mar 16, 2025
জামায়াত নেতা আজহারুলের মুক্তি নিয়ে কি বলছেন আমিরে জামায়াত Mar 16, 2025
রাজনৈতিক দলগুলোর সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, সংস্কারের তাগদা Mar 16, 2025
img
চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল কর্মী নিহত Mar 16, 2025
img
যে ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি কমে যায় Mar 16, 2025
img
বিটকয়েন চুরি: অভিযোগের তীর নিয়ন্ত্রণ সংস্থার কর্মীর দিকে Mar 16, 2025
img
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত Mar 16, 2025
img
ভারতে সংখ্যালঘুদের নিয়ে যা বললেন জন আব্রাহাম Mar 16, 2025