সিরিয়ার লাতাকিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ১৫

সিরিয়ার পশ্চিম উপকূলীয় লাতাকিয়া প্রদেশের বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবারের এই বিস্ফোরণে সেখানে একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর লাতাকিয়ার আল-রিমাল এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

সানা বলেছে, বিস্ফোরণে ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আহত ও নিখোঁজদের সন্ধানে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি শুরু করেছেন।
লাতাকিয়ার বাসিন্দা ৩২ বছর বয়সী ওয়ার্দ জামমুল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পরপরই তিনি সেখানে যান এবং একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দেখতে পেয়েছেন।

তিনি বলেন, বেসামরিক প্রতিরক্ষা কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স উপস্থিত হয়েছে। একই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া লোকজনের সন্ধানে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন।


বার্তা সংস্থা সানায় প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণস্থলে ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠছে। তবে এই বিস্ফোরণের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও কারণ জানা যায়নি।
এফপি 

Share this news on: