জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সফর দেশটির জন্য এক ধরনের অগ্রিম ঈদের মতো। তিনি বলেন, "রমজান মাসের প্রায় অর্ধেক সময় পেরিয়ে গেলেও আপনার সফর আমাদের জন্য ঈদের আনন্দ নিয়ে এসেছে।" ইউনূস আরও যোগ করেন যে, গুতেরেসের বক্তব্য এবং সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের জন্য বিশেষ আশার সঞ্চার করেছে।
শনিবার (১৫ মার্চ) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত এসেছে যখন তরুণরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে। "তারা কিছুই হারায়নি, শুধু স্বাধীনতা চেয়েছে," বলেন তিনি, এবং তার মতে, এটি নতুন বাংলাদেশের সূচনা।
ড. ইউনূস আরো বলেন, বাংলাদেশিরা একত্রিত হয়ে দেশ গঠনে আগ্রহী এবং জাতিসংঘ মহাসচিবের সমর্থনে তারা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে গুতেরেসের অবদানের প্রশংসা করে ইউনূস বলেন, "আপনি রোহিঙ্গাদের আশা ফিরিয়ে দিয়েছেন। তারা এখন স্বপ্ন দেখে তাদের নিজ দেশ ফিরে যেতে পারবে, এবং আগামী বছরের ঈদে আপনাকে নিজ বাড়িতে আমন্ত্রণ জানাবে।"
ইফতার অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, গুতেরেস পুনরায় বাংলাদেশ সফর করবেন।
এসএস