ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসী হেজাজ বিন আলম, যিনি এজাজ নামে পরিচিত (৩৪), মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এজাজের বাবা শাহ আলম অভিযোগ করেন, গত শুক্রবার (১৪ মার্চ) রাতে জামিনে থাকা সত্ত্বেও ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরদিন সকালে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি সন্ধ্যায় মারা যান।

তবে, পুলিশ ডিবি হেফাজতে এজাজের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মোহাম্মদ তালেবুর রহমান দাবি করেছেন যে, এজাজের মৃত্যুর আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এজাজকে ১৪ মার্চ রাতে মোহাম্মদপুর থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আরও অসুস্থ হয়ে পড়লে পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার মৃত্যু ঘটে।

এর আগে ১০ মার্চ রায়ের বাজার এলাকা থেকে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হন এজাজ। পরবর্তী সময়ে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এবং তিনি ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এজাজের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণসহ ১২ থেকে ১৫টি মামলা রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ঢাকায় বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিলেন।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025
হাই বাজেট ‘কৃষ ৪’ নির্মাণে সাহস পাচ্ছেননা প্রযোজকরা Mar 17, 2025
img
ইতিকাফের প্রস্তুতি নেবেন যেভাবে Mar 17, 2025