গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৯

গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, তাদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন। হামলাটি দুটি গাড়ি লক্ষ্য করে চালানো হয়, যাদের মধ্যে কয়েকজন মানবিক ত্রাণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে কয়েকজনের অবস্থাও ছিল খুবই সংকটজনক।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে, তারা দুটি ‘সন্ত্রাসী’কে লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে ফিলিস্তিনিরা জানিয়েছে যে, হামলাটি একটি ত্রাণ প্রচেষ্টার সময় সাংবাদিকদের ওপরও পরিচালিত হয়েছে। হামাস এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে।

এ পর্যন্ত গাজার ইসরায়েলি হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি।

এসএস

Share this news on: