বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো গুঞ্জন, এবার তা বাস্তবে পরিণত হলো। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার এখন চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেছেন তিনি।
ভারতের তেলুগু সিনেমা 'রবিনহুড' দিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে ওয়ার্নারের। সিনেমার প্রস্তুতকারী কর্তৃপক্ষ শনিবার একটি পোস্টার প্রকাশ করে, যেখানে লেখা ছিল, “বাউন্ডারি থেকে বক্স অফিস, ভারতীয় সিনেমায় ডেভিড ওয়ার্নারকে স্বাগতম।”
ওয়ার্নার পোস্টারটি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “ভারতীয় সিনেমা, আমি আসছি। রবিনহুডের অংশ হতে পেরে রোমাঞ্চিত। সিনেমাটির শুটিং অনেক উপভোগ করেছি।”
এই সিনেমাটি ২৮ মার্চ মুক্তি পাবে এবং সেখানে 'ক্যামিও রোলে' দেখা যাবে ওয়ার্নারকে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলুগু নায়ক নিতিন এবং প্রধান অভিনেত্রী শ্রীলিলা। সিনেমাটি পরিচালনা করেছেন ভেঙ্কি কুদুমুলা।
আইপিএলে সাতটি মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ওয়ার্নারের তেলুগু ভাষার সঙ্গে সম্পর্ক পুরোনো। হায়দরাবাদে আইপিএল শিরোপা জেতার সময়ও তিনি দলের নেতৃত্ব দিয়েছিলেন। তেলুগু সিনেমার প্রতি তার ভালোবাসা পুরনো, কোভিড-১৯ মহামারির সময় তিনি তেলুগু সিনেমার গান ও ডায়ালগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন।
অস্ট্রেলিয়া দলের ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেওয়া ওয়ার্নার বর্তমানে ইংল্যান্ডে আছেন এবং 'দা হান্ড্রেড' টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলবেন।
এসএস