টলিউডের সুপারস্টার দেব কখনওই তাঁর চরিত্রের জন্য কোনো ধরনের কসরত বাদ দেন না। তিনি বিশ্বাস করেন প্রতিটি চরিত্রকে আত্মস্থ করতে কঠোর পরিশ্রম এবং মানসিক প্রস্তুতি অপরিহার্য। ঠিক সেই মতো দেব তার আসন্ন ছবি “রঘু ডাকাত” এর জন্য জন্যও বিশেষ প্রস্তুতি জন্য মাঠে নেমে পড়েছেন।
“রঘু ডাকাত” একটি পিরিয়ড ড্রামা। ছবিতে দেবকে দেখা যাবে ডাকাত সর্দার রঘুর চরিত্রে । এই চরিত্রটি যথার্থভাবে ফুটিয়ে তোলার জন্য দেব এখন ঘোড়সওয়ারি শিখছেন। তিনি নিয়মিত ঘোড়া চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন। কারণ এই চরিত্রের জন্য ঘোড়ায় দক্ষতা অর্জন জরুরি। ঘোড়া চালানো শুধু শখের বিষয় নয়, এই ছবির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দেব কোনও ফাঁক রাখতে চান না।
এছাড়াও, দেবকে ছবির জন্য ১৮শ শতকের ভাষা এবং কথার ধরনও শিখতে হচ্ছে। এটি একটি ঐতিহাসিক পিরিয়ড ড্রামা। তাই চরিত্রের গভীরতা এবং সেই সময়ের সংস্কৃতি ও ভাষা সম্পর্কে তাঁর ধারণা তৈরি করতে হবে। দেব এই কাজের জন্য অতিরিক্ত সময়ও খরচ করছেন।
“রঘু ডাকাত” ছবির জন্য দেবের সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে তিনি খলচরিত্রে অভিনয় করবেন। এছাড়াও, রূপা গঙ্গোপাধ্যায়, সোহিনী সরকার এবং ইধিকা পালও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। দেব ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের প্রথম জুটির সিনেমা “গোলন্দাজ” দারুণ সাফল্য পেয়েছিল বক্স-অফিসে । তাই আসন্ন ছবি “রঘু ডাকাত” ক্ষেত্রেও তাঁদের সাফল্য অর্জনের সম্ভাবনা প্রবল।
প্রসঙ্গত, ২০২১ সালে কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’ ছবির ঘোষণা করেছিলেন দেব। ছবির প্রথম লুক শেয়ার করে সেই সময় দেব লিখেছিলেন, “আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।”
তবে সেই ঘোষণা হওয়ার পর থেকে ছবিটি নিয়ে জল্পনা বেড়ে গিয়েছিল। ছবির কাজ আদৌ শুরু হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার। দীর্ঘ চার বছরের অপেক্ষার পর নতুন বছরের প্রথম দিনে সেই জল্পনার অবসান ঘটিয়েছিল দেব। এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় ২০২৫ সালের পুজোয় “রঘু ডাকাত” মুক্তি পাবে।