বলিউডের জনপ্রিয় ডান্স সেনসেশন নোরা ফাতেহি সম্প্রতি একটি সাক্ষাৎকারে PR এজেন্সিগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন।
তিনি জানান, তার নাম ব্যবহার করে নতুন শিল্পীদের প্রচার করার জন্য কিছু PR এজেন্সি নেতিবাচক কৌশল অবলম্বন করছে।
বিশেষ করে তিনি একটি মন্তব্য করেন –
“নতুন এই শিল্পী সকালের নাস্তায় ১০০টা নোরাকে খেয়ে ফেলতে পারে”— এই ধরনের কথাগুলো PR-র বানানো।
এরপর থেকেই প্রশ্ন উঠেছে— নোরা কি তাহলে রাশা থাডানির (রাভিনা ট্যান্ডনের মেয়ে) ‘Uyi Amma’ গানের প্রচার নিয়েই এই ইঙ্গিত দিয়েছেন?
নোরার অভিযোগ – PR এজেন্সি তাকে নিশানা করছে?
নোরা গণমাধ্যমকে জানান, কিছু PR সংস্থা ইচ্ছাকৃতভাবে তার ক্যারিয়ারকে ছোট করে দেখানোর চেষ্টা করছে।
তারা নোরার সঙ্গে অন্য নতুন শিল্পীদের তুলনা টেনে নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছে।
তিনি আরও বলেন, “আমি কাউকে নিচে নামিয়ে বা কারো সঙ্গে তুলনা করে কাজ করি না। গান জনপ্রিয় হবে শিল্পীর প্রতিভায়, অন্য কাউকে ছোট করে নয়।”
নোরার নিশানায় রাশা থাডানি?
Reddit-এ এই নিয়ে তুমুল আলোচনা চলছে।
অনেকেই নোরার কথার সঙ্গে সম্প্রতি মুক্তি পাওয়া ‘Uyi Amma’ গানের PR প্রচারের মিল পাচ্ছেন।
রাশা থাডানি ছাড়াও আরও কিছু নতুন তারকার নাম উঠেছে:
- শর্বরী ওয়াঘ
- শ্রীলিলা
- তামান্না ভাটিয়া
Reddit ব্যবহারকারীদের প্রতিক্রিয়া:
- “নোরা নিশ্চিতভাবেই ‘Uyi Amma’ গানের মেয়েটির (রাশা থাডানি) কথা বলছেন।”
- “আমি দেখেছি, অনেক জায়গায় লেখা হচ্ছে ‘নোরার ক্যারিয়ার শেষ’, আর এটা সম্পূর্ণ PR-এর কাজ।”
- “এটা নতুন নয়, PR এজেন্সিগুলো সবসময়ই এরকম ফেক প্রতিযোগিতা সৃষ্টি করে।”
নোরা ফাতেহি বলিউডে অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ পারফর্মার। তার আন্তর্জাতিক খ্যাতিও রয়েছে। নেতিবাচক PR কৌশল শিল্পীদের মনোবল ভেঙে দেয়, যা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে।
এসএন