হামজার অপেক্ষায় আছে পুরো বাংলাদেশ

পৈতৃক ভিটায় হামজা আসছেন ১৭ মার্চ। লাল-সবুজের জার্সিতে ছেলে খেলতে আসবে। এ উপলক্ষে ইংল্যান্ড থেকে সপ্তাহ তিনেক আগেই বাংলাদেশে চলে এসেছেন তাঁর বাবা। এরপর ব্যস্ততার মধ্যে ঢুকে পড়তে হয়েছে মোর্শেদ দেওয়ানকে। হবিগঞ্জে হামজার আগমনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন মোর্শেদ দেওয়ান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সঙ্গে স্থানীয় প্রশাসনকেও নিরাপত্তার বিষয়ে অবহিত করেছেন তিনি।

আজ (১৬ মার্চ) ইংল্যান্ড সময় দুপুরে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে রাতেই বাংলাদেশের বিমান ধরবেন হামজা। আগামীকাল (১৭ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

নামবেন তিনি। ইংল্যান্ড থেকে তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী, তিন সন্তান, মা, দুই ভাইসহ ৯ জন আসছেন। হামজা এর আগেও হবিগঞ্জে এসেছেন।
কিন্তু এবারের আগমন বিশেষ বলা যায়। একজন বাংলাদেশি হয়ে বাংলাদেশের হয়ে খেলতে আসছেন যে তিনি। বাবা মোর্শেদ দেওয়ানের মধ্যেও তাই রোমাঞ্চ খেলে যাচ্ছে, ‘আমার জন্য সত্যি বিশেষ ব্যাপার। এবার খানিকটা অন্য রকম অনুভূতি হচ্ছে আমার। শুধু আমার ছেলে হয়ে এবার আসছে না, পুরো বাংলাদেশের হয়ে খেলতে আসছে।

আমার ভালো লাগা যেমন আছে, তেমনি ভয়ও লাগছে কিছুটা।’ কী সেই ভয়? তিনি বলেছেন, ‘সবাই ভাবছে হামজা আসছে, এবার শুধু আমরা জিতব। ভারতকে হারিয়ে দেব। আমিও বিশ্বাস করি, এবার ভারতকে হারাতে পারব। যদি না জিততে পারি তাহলে তো সমালোচনা হবে। এটা নিয়েই ভয় লাগা কাজ করছে। তবে সব ম্যাচ জিতব বা করব এমনটা ভাবা যাবে না। হামজাকে নিয়ে যেন বাংলাদেশের ফুটবল কিভাবে এগিয়ে নিতে পারি সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।’

সিলেটে নেমে সরাসরি হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে নিজ বাড়িতে যাবেন হামজা। আগামীকাল সেখানে পরিবারের সঙ্গে রাত কাটাবেন তিনি। পরের দিনের অনেকটা সময়ও গ্রামের বাড়িতেই থাকবেন হামজা। এরপর দিনের শেষ ফ্লাইট ধরে ঢাকায় এসে যোগ দেবেন দলের সঙ্গে। ১৯ মার্চ দুপুরে টিম হোটেলে অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে হবে দলীয় ফটোসেশন। এরপর বিকেল অথবা সন্ধ্যায় অনুশীলনে নামার কথাও রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হাভিয়ের কাবরেরার ওপর। ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা ও ইংলিশ লিগ মাতানো ফুটবলার আসার খবরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখছেন মোর্শেদ দেওয়ান। আত্মীয়-স্বজনও হামজার অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি, ‘আমার পরিবার, আত্মীয়-স্বজনের সবাই খুব উচ্ছ্বসিত।

হামজার নিরাপত্তা নিশ্চিতে সর্বদা নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এত কাছ থেকে তারকা ফুটবলারকে দেখতে পাবেন ভেবে বাড়তি ভালো লাগা কাজ করছে বাহুবল থানার ওসি মশিউর রহমানের, ‘আমরা জেনেছি তিনি আসছেন। আমাদের সব ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমি গর্বিত তাঁর মতো একজন খেলোয়াড়ের অঞ্চলের মানুষ হতে পেরে। তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে খেলা মানে তো বিশাল ব্যাপার!’

শুধু হামজার পরিবার কিংবা হবিগঞ্জের মানুষ নয়, পুরো বাংলাদেশই এখন হামজার অপেক্ষায়।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে স্থিতিশীলতা রক্ষা করা উচিত: মির্জা ফখরুল Mar 17, 2025
img
ইরানের পরমাণু অস্ত্রধর হওয়া ঠেকাতে বিবেচনায় সম্ভাব্য সব উপায়: যুক্তরাষ্ট্র Mar 17, 2025
img
৬ কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে Mar 17, 2025
img
ভারতে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, বাংলাদেশ নিয়েও আলোচনা হবে Mar 17, 2025
img
বিদ্যার ডার্টি পিকচারে অভিনয়ের পর যা বলেছিলেন তার বাবা-মা Mar 17, 2025
img
ছোটবেলা দারিদ্রতায় কেটেছে, স্কুলে যাওয়ার জুতা ছিল না: নরেন্দ্র মোদি Mar 17, 2025
img
আমিরকে নিয়ে যা বললেন নতুন প্রেমিকা গৌরী Mar 16, 2025
img
‘ঢাকা ছাড়া ৬৩ জেলায় কুচকাওয়াজ হবে’ Mar 16, 2025
img
কিছু চাঁদাবাজের জন্য বিএনপিকে কলঙ্কিত করা যাবে না: ইশরাক Mar 16, 2025
img
হাসিনামুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন চাই না : শামা ওবায়েদ Mar 16, 2025