১২ বছর পর আবার একসাথে জিৎ- রবি কিনাগী

বাংলা সিনেমার সুপারহিট জুটি জিৎ ও রবি কিনাগী আবারও একসাথে!

এই অভিনেতা-পরিচালকের কম্বিনেশন অতীতে আমাদের ১০০% লাভ, আওয়ারা, দিওয়ানা-র মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছে।

শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালের ‘দিওয়ানা’-তে, যা ছিল সেই বছরের অন্যতম ব্লকবাস্টার।

সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে পরিচালক রবি কিনাগী নিশ্চিত করেছেন যে তিনি ২০২৫ সালে পরিচালনায় ফিরছেন এবং খুব শিগগিরই জিৎ-এর সাথে নতুন একটি প্রজেক্টে কাজ করতে চলেছেন!

এখন প্রশ্ন, এই জুটিকে আবার পর্দায় দেখতে কারা কারা আগ্রহী?


Share this news on: