বিদেশি লিগে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর। টুর্নামেন্টটির আসন্ন আসরে বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন দল পেয়েছেন। সব ঠিক থাকলে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। যদিও তিন টাইগার ক্রিকেটারের সেখানে খেলা নির্ভর করছে বিসিবির দেওয়া এনওসি’র ওপর। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে।

তবে ওই মাসেই বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এমন অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যা নির্ভর করছে বিসিবির ছাড়পত্র বা অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। যদিও বিসিবির কাছে এখন পর্যন্ত এনওসি’র জন্য আবেদন করেননি নাহিদ-লিটন-রিশাদরা। তবে তাদের সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন টাইগার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের সহকারী কোচ সালাউদ্দিন বলেছেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। (এরকম সুযোগ পেলে) একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। নলেজটা বাড়বে, এই জিনিসটা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’

এদিকে, বাংলাদেশের সিনিয়র ক্রিকেটাররা ক্রিকেট নিয়ে কতটা ভাবেন ওই প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘এক একটা মানুষের একেক রকম স্টাইল। সাকিবকে দেখলে হয়তো মনে করতে পারেন সে ক্রিকেট নিয়ে চিন্তা করে না। কিন্তু আমি তো জানি সে কতটুকু চিন্তা করে। একেক জনের স্টাইল একেক রকম। মুশফিক অনেক পরিশ্রম করে, কষ্ট করে অনেক। মমিনুলের কথা যদি বলেন সেও একইভাবে চেষ্টা করে।’

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওদের হাতের কোনো সংস্কার আমরা সহজে মেনে নেব না: মির্জা আব্বাস Mar 17, 2025
img
১৭ মার্চ: ইতিহাসে আজকের এই দিনে Mar 17, 2025
img
হামজার আগমনে ছাদখোলা গাড়ি, নিরাপত্তায় গুরুত্ব বাফুফের Mar 17, 2025
জুলাই অভ্যুত্থানের পক্ষে আসছে নতুন প্ল্যাটফর্ম আনছে সাবেক শিবির নেতা Mar 17, 2025
আমরা পোষ্টার লাগালে সে পোষ্টার সরানো হয়, কারা করছে? Mar 17, 2025
‘আমরা কোনো আনন্দ করার মে"জা"জে নেই’ স্বাধীনতা দিবসেও হচ্ছে না কুচকাওয়াজ! Mar 17, 2025
চলতি মাসের রেমিটেন্স ভা’ঙ্গ’তে যাচ্ছে অতীতের রেকর্ড Mar 17, 2025
নিরা''প'ত্তা বাড়াতে সচেতনতার বিকল্প নেই Mar 17, 2025
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে যে তথ্য দিলেন মাওলানা জামাল উদ্দিন Mar 17, 2025
জুলাই গণঅভ্যুত্থান কারীদের আরো একটি রাজনৈতিক দল ঘোষণা Mar 17, 2025