চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

অবসর নেওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলির। জানিয়েছেন, খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, 'উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলছেন কোহলি। তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি। বলছেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না।

এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব।
এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না।’

কোহলি আরো বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ক্ষিদে থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার বেশ ভালো কথাবার্তা হয়েছিল। ও আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে।

কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে ফিরেছে ভারত। চার বছর পর আবার অজি সফর থাকবে না বলেই মনে করেন কোহলি। গত বছর পার্থে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহলি। তাই আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ ভোলারও কোনো সুযোগ থাকছে না বলে জানান এই ভারতের সাবেক এই অধিনায়ক, ‘তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না। হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না। আমি জানি না। তাই জীবনে যা ঘটেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

Share this news on:

সর্বশেষ

সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা Mar 16, 2025
২৬শে মার্চ চীন সফরে যাবেন ড. ইউনুস, যা জানালেন প্রেস সচিব Mar 16, 2025
যাত্রীদের নিরাপত্তায় ঈদে লঞ্চে নৌ-পথে বাড়তি সতর্কতা Mar 16, 2025
মাছের পিটুইটারী গ্ল্যান্ড রপ্তানিতে বাংলাদেশের অপার সম্ভাবনা Mar 16, 2025
২৪ এর শ'হী''দ ও আহ'ত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন Mar 16, 2025
৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ Mar 16, 2025
img
মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ইফতারের আগে সংঘর্ষ, নিহত ১ Mar 16, 2025
বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের নিচে Mar 16, 2025
img
নোয়াখালীতে ১২০ কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির Mar 16, 2025
পুতিন ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছেন Mar 16, 2025