মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা

অকাল প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর আলোচনায় আসেন তার স্ত্রী সামিরা হক। অভিনেতার মৃত্যুর জন্যও দায়ী করা হয়েছিল তাকে। তারপর কেটে গেছে দীর্ঘ সময়।

সামিরা এখন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের স্ত্রী। নতুন খবর হলো এবার মডেলিংয়ে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

সামাজিক মাধ্যম থেকে জানা যায়, গো দেশী নামের একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার।

নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে সাবেরা লিখেছেন, ‘তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য।’

এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গো দেশীর জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি, যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি, যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য। অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা।’

সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশীর কর্ণধার লিখেছেন, ‘তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে। তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, আভিজাত্যে সমৃদ্ধ। তিনি শুধুই একজন নারীই নন, তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা, তার সঙ্গীর জন্য আশ্রয়।’

 সামিরা গণমাধ্যমে বলেন, ‘সত্যি কথা বলতে কোনো শখের মডেলিংও বলা যায় না এটাকে। বরং এটা অনেকটা চ্যারিটি। আমি ওদের দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পাঁচটি শাড়ি, পাঁচটি সালোয়ার কামিজ। প্রতিষ্ঠানটি অন্ধদের সেবায় কাজ করে।’

তিনি মডেলিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটোশুটে অংশ নিতে শুরুর অনেকটা আন ইজি লাগছিল। তবে খুব এনজয় করেছি। ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে। গো দেশী’র সত্ত্বাধিকারী আমার ছোট বোন। খুব আদর করি আমি ওকে। বেশ ক্রিয়েটিভ একটা মেয়ে। সম্পূর্ণ দেশি পণ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। ওর এই দেশপ্রেমটা আমার খুব ভালো লাগে। তার উপর বেশ মানবিক চিন্তা নিয়ে ও কাজ করছে। ওর প্রতিষ্ঠানের আয় থেকে অন্ধদের সেবায় অনুদান দেয়া হয়। এসব ভেবে ও যখন আমাকে কিছু পোশাক পরে প্রচারে অংশ নিতে বললো তখন রাজি হয়েছি।’

এদিকে সামিরাকে মডেলিংয়ে দেখে নেটিজেনরাও উচ্ছ্বসিত। তার শৈল্পিক সৌন্দর্য চোখ ধাধিয়ে দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন তা।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

সারাদেশের পুলিশ কর্মকর্তাদের সাথে বসবেন প্রধান উপদেষ্টা Mar 16, 2025
২৬শে মার্চ চীন সফরে যাবেন ড. ইউনুস, যা জানালেন প্রেস সচিব Mar 16, 2025
যাত্রীদের নিরাপত্তায় ঈদে লঞ্চে নৌ-পথে বাড়তি সতর্কতা Mar 16, 2025
মাছের পিটুইটারী গ্ল্যান্ড রপ্তানিতে বাংলাদেশের অপার সম্ভাবনা Mar 16, 2025
২৪ এর শ'হী''দ ও আহ'ত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন Mar 16, 2025
৭ কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ Mar 16, 2025
img
মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে ইফতারের আগে সংঘর্ষ, নিহত ১ Mar 16, 2025
বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলারের নিচে Mar 16, 2025
img
নোয়াখালীতে ১২০ কুরআনের হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির Mar 16, 2025
পুতিন ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছেন Mar 16, 2025