গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত

 গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় একদল লোকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

সংস্থাটির মতে, গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। এই চুক্তিটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল।
জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তির প্রথম পর্যায় ১ মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে ৩৩ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়।

২ মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়। ৭ মার্চ ওয়াইনেট পোর্টাল জানায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল স্টাফ ইয়াল জামির গাজা উপত্যকায় আক্রমণের জন্য নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ