গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।
ওয়াফা জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় একদল লোকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
সংস্থাটির মতে, গত ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। এই চুক্তিটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল।
জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তির প্রথম পর্যায় ১ মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে ৩৩ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়।
২ মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়। ৭ মার্চ ওয়াইনেট পোর্টাল জানায়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল স্টাফ ইয়াল জামির গাজা উপত্যকায় আক্রমণের জন্য নতুন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।
এসএস/টিএ