বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় পাকিস্তানের ৫ সৈন্য নিহত

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলা চালিয়ে দেশের আধা-সামরিক বাহিনীর অন্তত পাঁচ সেনাকে হত্যা করেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলাটি রোববার বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) পরিচালনা করেছে।

কয়েক দিন আগে বেলুচিস্তান প্রদেশে ট্রেন ছিনতাইয়ের পর যাত্রীদের ৩৬ ঘণ্টা ধরে জিম্মি করে রাখার সঙ্গে জড়িত একই গোষ্ঠীটি আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে ওই হামলা চালিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের নোশখি জেলায় আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি গোষ্ঠী।

নোশখি জেলার একটি মহাসড়কে আধা-সামরিক বাহিনীর গাড়িবহরে বিস্ফোরক বোঝাই ট্রাক চালিয়ে দিয়েছেন বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। এতে পাঁচ সৈন্য নিহত হয়েছেন। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হাশিম মোমান্দ বলেছেন, হামলায় আধা-সামরিক বাহিনীর ৩০ জনেরও বেশি সদস্য আহত হয়েছেন।

এক বিবৃতিতে বেলুচিস্তানের সামরিক বাহিনীর ওপর এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত লাগোয়া বেলুচিস্তানে নিরাপত্তা সংকট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে রোববারের হামলার ওই ঘটনা ঘটেছে।

এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের প্রত্যন্ত পার্বত্য এলাকায় রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে প্রায় সাড়ে ৩০০ যাত্রীকে বহনকারী জাফর এক্সপ্রেস ট্রেনের দখল নেন বেলুচ লিবারেশন আর্মির যোদ্ধারা। পরে পাকিস্তানের সামরিক বাহিনী অভিযান চালিয়ে ট্রেনের ৩৪৬ আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করে।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, জিম্মি ট্রেনের যাত্রীদের উদ্ধার অভিযানে পাকিস্তানের ৩১ সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর অভিযানে কয়েক ডজন বিচ্ছিন্নতাবাদীও নিহত হন।

বেলুচিস্তানের উত্তরে অবস্থিত খাইবার পাখতুনখাওয়া এবং আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে প্রদেশটির। প্রদেশজুড়ে পুলিশের ওপর একাধিক হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্দাপুর।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। তবে মুখ্যমন্ত্রী আলী আমিন হামলার সঠিক পরিসংখ্যানের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
চলতি মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত Mar 17, 2025
img
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা, নিবিড় পর্যবেক্ষণে ভারত Mar 17, 2025
img
ডিএমটিসিএল কর্মীদের মারধর: পুলিশের ২ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন Mar 17, 2025
img
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ২ মহাসড়ক অবরোধ Mar 17, 2025
img
আমরা এখনো স্বামী-স্ত্রী, ডিভোর্স প্রসঙ্গে সায়রা বানু Mar 17, 2025
img
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম Mar 17, 2025
img
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি Mar 17, 2025
img
অ্যালোভেরা ব্যবহার করার আগে জানুন এর পার্শ্বপ্রতিক্রিয়া Mar 17, 2025
img
‘ধর্ষণ’ নিয়ে দেওয়া বক্তব্যে ‘দুঃখ প্রকাশ’ ডিএমপি কমিশনারের Mar 17, 2025
লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা না দিলে হামলা চলবে' Mar 17, 2025