ক্রিকেটার থেকে অভিনেতা। পেস বোলিং পাশাপাশি এবার ঢাকাই সিনেমায় অভিনয় করার সুযোগ? আর সেই প্রস্তাব যদি আসে স্বয়ং শাকিব খানের কাছ থেকে, তাহলে কি করবেন তাসকিন আহমেদ?
রাজধানীর এক পাঁচতারকা হোটেলে রিমার্ক হারলিন এর বিশেষ আয়োজনে এক মঞ্চে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের শাকিব খান এবং জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে। ছিলেন তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিমও।
মজার এক মুহূর্তে আলোচনায় উঠে আসে তাসকিনের নায়ক হওয়ার প্রসঙ্গ। মাঝে মাঝে সানগ্লাস পরে স্টাইলিশ লুকে ক্যামেরার সামনে আসেন তাসকিন, যা অনেকের কাছেই সিনেমাটিক মনে হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।
এই মন্তব্যের পর উপস্থিত দর্শকদের মাঝে হাস্যরসের সৃষ্টি হয়। শাকিব খান অবশ্য হাসিমুখেই বিষয়টি উপভোগ করেন। অনুষ্ঠানের আরেক আকর্ষণ ছিলেন তরুণ ক্রিকেটার তানজিদ তামিম। তিনি মঞ্চে উঠে শাকিব খানকে দেশের এক নম্বর তারকা বলে প্রশংসা করেন এবং রিমার্ক হারলিন ব্র্যান্ডের সাফল্য কামনা করেন।
এ বছরের জানুয়ারিতে দুর্বার রাজশাহীর হয়ে বিপিএলে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তাসকিন। রেকর্ড গড়া এই বোলিং তিনি করেছিলেন শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। রিমার্ক হারলিনের অনুষ্ঠানে আজ তাসকিনের এই কীর্তির কথাও উল্লেখ করা হয়েছে।
এসএম/টিএ