শাকিব সম্পর্কে যা বললেন যীশু

বাংলা, হিন্দি দুই ভাষাতেই সমানতালে অভিনয় করে অভিনেতা যিশু সেনগুপ্ত। শুধু টলিউড, বলিউডেই নয় যীশুকে পর্দা কাঁপাতে দেখা গেছে দক্ষিণী সিনেমাতেও। যিশু সেনগুপ্ত এবার জুটি বাঁধলেন এপার বাংলার মেগাস্টার শাকিব খানের সঙ্গে। নায়কের নতুন সিনেমা ‘বরবাদ’-এ অভিনয় করেছেন তিনি। পর্দায় দুজনের লড়াইটা দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তরা।

তার আগেই সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন যিশু সেনগুপ্ত। যেখানে তিনি জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা। সেখানে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতার কণ্ঠে শোনা গেল শাকিব বন্দনা।

বাংলাদেশের মেগাস্টার সম্পর্কে যীশু বলেন, ‌ওর (শাকিব খান) সম্পর্কে আমার বলার ধৃষ্টতা নেই। সে বাংলাদেশের মেগাস্টার। এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে অসাধারণ, সহশিল্পী হিসেবে মেধাবী। আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে কাজ করে মনে হয়েছে একজন অসাধারণ মানুষের সঙ্গে আলাপ হয়েছে।

নির্মাতা হৃদয় বলছিলেন, বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওর বেশির ভাগজুড়েই ছিল নৃশংসতা। শাকিব খান অভিনীত চরিত্রটি ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার মুখে। ব্যাকগ্রাউন্ড থেকে শোনা গেল, ‘এখনই এই অবস্থা হলে ওর ভবিষ্যৎ কী?’

এরপরেই ব্যাকগ্রাউন্ডে শাকিবের কণ্ঠে শোনা যায়, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ কইরা দিতে পারি।’

টিজারে একপর্যায়ে আগমন ঘটে যিশু সেনগুপ্তের। বিধ্বস্ত জেলখানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মৃতদেহের মাঝ থেকে উঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি। বোঝাই যাচ্ছে বরবাদে পুলিশ কর্মকর্তার চরিত্রে হাজির হবেন টালিউডের এই অভিনেতা, যাঁর লড়াইটা হবে ভয়ংকর শাকিবের সঙ্গে। টিজার শেষ হয় শাকিব খানের ভিন্ন এক লুক দিয়ে, যেখানে তাকে দেখা যায় ব্যান্ডেজ হাতে রাইফেল নিয়ে এগিয়ে যাচ্ছেন হেলিকপ্টারের দিকে। মুখভর্তি দাঁড়ি, মাথা ও মুখে ক্ষতচিহ্ন।

বরবাদ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। সেই সিনেমায় জনপ্রিয় হয়েছিল শাকিব-ইধিকা জুটি। বরবাদে ইধিকা পাল অভিনয় করেছেন নিতু চরিত্রে। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Mar 17, 2025
img
২৩৯ বিডিআর সদস্যের জামিন আদেশ আজ Mar 17, 2025
img
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান তিতুমীর কলেজ শিক্ষার্থীদের Mar 17, 2025
ছেলের কথা মনে করে কা'ঠগ'ড়ায় কাঁ'দলে'ন শাজাহান খান Mar 17, 2025
"১০০ ক্যামেরাম্যান মোবাইল নিয়া দাড়াইয়া থাকে, কাস্টমার কই?" Mar 17, 2025
img
এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার! Mar 17, 2025
ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ১৩ টি দল, বাকি দলগুলোর ব্যাপারে কি বললেন আলী রীয়াজ Mar 17, 2025
দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড Mar 17, 2025
img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025