পাকিস্তানকে কাঁচকলা দেখিয়ে হাত বাড়িয়েছেন ভারতের দিকে

যে সুবিধার কথা ভেবে এই মৌসুম থেকে আইপিএলের সময়েই পিএসএল আয়োজনের কথা ভেবেছিল পাকিস্তান, সেটিকেই যেন প্রশ্নের মুখে ফেলে দিলেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার করবিন বশ! তাতে যা হওয়ার তা-ই হলো, খেপেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়া বশকে পিএসএল ড্রাফট থেকে দলে টেনেছিল পেশোয়ার জালমি। কিন্তু আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের লিজার্ড উইলিয়ামস চোটে পড়ার পর মুম্বাই বশকে দলে টানতে চেয়েছে। বশও জালমির সঙ্গে চুক্তি বাতিল করে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি করেছেন। পিসিবি এতে খেপে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বশকে।

গত বছর পর্যন্ত পিএসএল যখন ফেব্রুয়ারি-মার্চে হতো, একই সময়ে সাউথ আফ্রিকায় এসএ টি২০, আমিরাতে আইএল টি২০ ও বাংলাদেশে বিপিএল হতো। ফলে বিদেশি ক্রিকেটারদের জন্য পিএসএলকে লড়তে হতো তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে। এবারই তাই আইপিএলের সময়ে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয় পিসিবি। আইপিএল আগামী ২২ মার্চ শুরু হয়ে চলবে ২৫ মে পর্যন্ত, পিএসএল ১১ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৮ মে।

এমন সিদ্ধান্তের পেছনে পিসিবির উদ্দেশ্য ছিল, আইপিএলের বাইরে থাকা সেরা বিদেশি ক্রিকেটারদের টেনে যাতে পিএসএলের মান বাড়ানো যায়। সেই একই কারণে আইপিএলের নিলাম শেষ হওয়ার পর পিএসএলের ড্রাফট আয়োজন করে পিসিবি। আইপিএলের নিলাম হয়েছে গত বছরের নভেম্বরে, আর পিএসএলের ড্রাফট গত জানুয়ারিতে।

কিন্তু তাতেও ঝামেলা এড়ানো গেল না। আইপিএলে দল না পাওয়া বশকে পিএসএলের ড্রাফটে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে টানে জালমি। কিন্তু গত ৮ মার্চ মুম্বাই ইন্ডিয়ানস ঘোষণা দেয়, লিজার্ড উইলিয়ামসের বদলে তারা দলে নিচ্ছে বশকে।

এ নিয়ে খ্যাপা পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো চেয়েছে বশের বিরুদ্ধে যাতে কোনো ‘অ্যাকশনে’ যায় পিসিবি। কারণ তাদের শঙ্কা, এতে পিএসএলে দল পাওয়ার পরও চুক্তি বাতিল করে আইপিএলে যাওয়ার একটা উদাহরণ তৈরি হয়ে যাবে। অনানুষ্ঠানিক আলোচনায় বশকে পুরোপুরি নিষিদ্ধ করার কথাও এসেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

পিসিবি আজ বিবৃতিতে লিখেছে, বশের এজেন্টের মাধ্যমে তাঁকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এভাবে পেশাদার একটা চুক্তির বাধ্যবাধকতা থেকে নিজের নাম উঠিয়ে নেওয়ার ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে বশের কাছে। তাঁর কাছ থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরও চেয়েছে পিসিবি। সেই সময়টা কতদিনের, সেটা অবশ্য বিবৃতিতে জানানো হয়নি।

পিএসএলে এবার অবশ্য ডেভিড ওয়ার্নার, ড্যারিল মিচেল, জেসন হোল্ডার, র‍্যাসি ফন ডার ডুসেন ও কেইন উইলিয়ামসনের মতো বড় কিছু নাম আছে।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025
img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025