সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের পর কী সিদ্ধান্ত নিলেন সামান্থা?

শোভিতা ধুলিপালার সঙ্গে চুটিয়ে সংসার করছেন নাগা চৈতন্য। যদিও তার সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু কাজ নিয়েই ব্যস্ত। নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদ যে তাকে গভীর ভাবে জখম করেছে, তা আগেই জানতেন অনুরাগীরা।

বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এ বিবাহবিচ্ছেদে তাকে সিদ্ধান্ত জানানো হয়েছে এবং সবটাই মেনে নিতে হয়েছে। নাগার সঙ্গে সামান্থার প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে আলোচনার পাশাপাশি নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। সামান্থা কখন, কোথায়, কী করছেন, সেই দিকে নজর সবার। ব্যক্তিগত জীবনকেও খুব বেশি আড়াল করতে চান না অভিনেত্রীও। এ বার যেমন নাগার শেষ স্মৃতিটুকু মুছে ফেললেন নিজের শরীর থেকে। সে কথাও অকপটে জানালেন অনুরাগীদের।

এর আগেই তার বিয়ের পোশাক কেটে, রং করে কালো পোশাকে পরিণত করেন সামান্থা। বাগদানের সময় নাগার দেওয়া আংটিখানিও ভেঙে একটি লকেট করে নিয়েছেন। এ বার পালা উল্কির।

অভিনেতার সঙ্গে প্রেমপর্ব শুরুর পর শরীরে তিনটি উল্কি করান অভিনেত্রী। ২০১০ সালে সামান্থার প্রথম ছবি ‘ইয়ে মায়া ছেসাভে’ ছবি মুক্তি পেয়েছিল, সেই ছবির নাম অনুযায়ী ‘ওয়াইএমসি’ ট্যাটুটি সামান্থার পিঠে রয়েছে। অভিনেত্রীর ডান দিকের পাঁজরের নিচে তার সাবেক স্বামী নাগা চৈতন্যর ডাক নাম ‘চৈ’ লেখা। বিয়ের সময় এই ট্যাটুটি করিয়েছিলেন সামান্থা। আর তৃতীয় ট্যাটুটি রয়েছে কব্জিতে। দুটি তীর আঁকা রয়েছে সেখানে। নাগা চৈতন্যের সঙ্গে মিলিয়ে তখন ট্যাটুটি করিয়েছিলেন তিনি।

প্রথম দুটি উল্কি আগেই মুছে দিয়েছিলেন। এ বার কব্জিতে করা উল্কিটিও মুছে ফেলছেন সামান্থা। কারণ ওই একই রকম উল্কি ছিল নাগার হাতে। নাগা অবশ্য এখনো সে উল্কি মোছেননি। শোভিতার সঙ্গে বিয়ের পরও ওই উল্কি দেখা গিয়েছে নাগার হাতে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেছেন সামান্থা। সেখানেই স্পষ্ট দেখা গিয়েছে আবছা হয়ে যাওয়া তীরের উল্কি। তার পর থেকেই অনুরাগীদের মধ্যে কানাঘুষা শুরু তবে শেষ স্মৃতি টুকি মুছে ফেললেন অভিনেত্রী!

আরএইচ

Share this news on:

সর্বশেষ

দেশের বাজারে স্বর্ণের দামে রেকর্ড Mar 17, 2025
img
২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল, জানালেন সাবেক সেনাপ্রধান Mar 17, 2025
img
যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি Mar 17, 2025
img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025