আসছে নতুন ছবি 'আড়ি'। যশ দাশগুপ্ত ও নুসরত জাহান সঙ্গে এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরে বহু বছর পর বাংলা ছবির জগতে ফিরলেন মৌসুমী চট্টোপাধ্যায়।
মা ও ছেলের মিষ্টি সম্পর্কের গল্প নিয়ে আসছে এই ছবি। মায়ের ভূমিকায় দেখা যাবে মৌসুমী চট্টোপাধ্যায়কে। ছেলের ভূমিকায় দেখা যাবে যশ দাশগুপ্তকে। নুসরতকে দেখা যাবে একজন লেখিকার ভূমিকায়। একেবারে নায়ক-নায়িকা না হলেও এই ছবিতে প্রেমের চোরাস্রোত রয়েছে বলেই জানিয়েছেন অভিনেতা। পরিচালনায় জিৎ চক্রবর্তী।
এই ছবির প্রযোজনা করছেন যশ এবং নুসরতের সংস্থাই। সঙ্গে রয়েছে শ্যাডো ফিল্মস ও জিএসআই ফিল্মস। এই ছবিটি একেবারে সমসাময়িক সময়ের গল্প, সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গল্পই বলবে। জীবনের বিভিন্ন সমস্যা ও জটিল দিকগুলি ছুঁয়ে যাবে এই ছবিটি। ছবির ঘোষণা আগে হলেও ৮ মার্চ নতুন চমক দিল টিম 'আড়ি'।
সমাজমাধ্যমে প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। সঙ্গে টাইটেল গান 'মা তুমি করো না আড়ি'র টিজার। ছবিগুলোতে মৌসুমী ও যশের মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।
কখনও 'মা' মৌসুমীর কোলে শুয়ে যশ, কখনও আবার মাকে নিয়ে বাইকে ভ্রমণ। সঙ্গে প্রতিটা পুরুষের জীবনে নারীর ভূমিকাও ফুটে ওঠে ওই পোস্টে।
এসএম/টিএ