‘জেল থেকে বাইরে আয়া সামনে যারে পাইবে মাইরালবে’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা এলাকার আতঙ্কের নাম জিলানি (১৬)। সন্ত্রাসী কর্মকাণ্ডসহ হত্যাচেষ্টা, ছিনতাইসহ মাদকসহ তার নামে মোট ৮ টি মামলা রয়েছে থানায়। গত এক সপ্তাহ আগে পুলিশ তাকে গ্রেফতার করে জেলাহাজতে পাঠায়।

সোমবার (১৭ মার্চ) তার বাবা সিদ্দিক মিয়া কারাগারে দেখতে গিয়ে তাকে নির্দেশ দিয়ে আসেন যে, ‘তরে যারা মিথ্যা মামলায় ফাঁসাইছে, হয়রানি করছে ও ৭০ পিস ইয়াবা বড়ি দিয়া আরেকটা মামলা দিছে তারারে তুই বাইর অইয়া আয়া সামনে যারে পাইবে মাইরালবে। এর পরে হিইর‌্যা জেলে যাইবে। অয় তরে বাইর করবাম না হইলে হেইনোই থাকবে।

জানা যায়, সোমবার আইনজীবী শাহজাহার কবীর সাজুর ময়মনসিংহস্থ জেলা পরিষদ মার্কেটের চেম্বারে যান সিদ্দিক মিয়া। সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে এমন কথা বলার সময় সিদ্দিকের ওই বক্তব্যের ভিডিও ধারন করা হয়।
সন্ধার পর এ প্রতিনিধির কাছে এসে আসে ভিডিওটি। এতে দেখা যায় আইনজীবীর সামনে বসে তিনি ক্ষিপ্ত হয়ে কারাগারে গিয়ে ছেলেকে যে নির্দেশনা দিয়েছেন তা অকপটে বলে যাচ্ছেন।

জানা যায়, জিলানীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের রাফিয়ার আলগী গ্রামে। বাবা সিদ্দিক মিয়া স্থানীয় বাজারে চা বিক্রি করেন।

আর মা পরের বাড়িতে কাজ করেন। একমাত্র ছেলে জিলানি স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়াকালে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিদ্যালয় থেকে বেশ কয়েকবার বের করে দেওয়া হয় তাকে।

আরএইচ


Share this news on:

সর্বশেষ

img
গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলের বর্বর হামলা, নিহত বেড়ে ১৭০ Mar 18, 2025
হামজাকে বিয়ে করার যে শর্ত শুনে মাথায় আকাশ ভে"ঙে পড়ে ব্রিটিশ কন্যার Mar 18, 2025
কা'ঠ'গ'ড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান Mar 18, 2025
ডিসি হতে চাননা কেউ, কিন্তু কেন? Mar 18, 2025
মেহের আফরোজ শাওনের গোমর ফাঁ''স, যা বললেন সাংবাদিক ইলিয়াস Mar 18, 2025
কিছু আইনের সংশোধনীর ব্যাপারে যা জানালেন আসিফ নজরুল Mar 18, 2025
দেশে তৈরী কাপড় বিদেশি বলে যেভাবে ঠ'কা'চ্ছে দোকানিরা Mar 18, 2025
আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকারের নীতিগত সিদ্ধান্তের কথা জানালেন রিজওয়ানা Mar 18, 2025
ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে দু'র্নী'তি'র অভিযোগ Mar 18, 2025
img
দুপুরের মধ্যে সিলেটসহ যেসব অঞ্চলে ঝড়ের আশঙ্কা Mar 18, 2025