মধ্য-আমেরিকার দেশ হন্ডুরাসের রোটান দ্বীপ থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির ক্যারিবীয় উপকূলে বিমান বিধ্বস্তের এই ঘটনায় অন্তত সাতজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন।
দেশটির স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, সোমবার রাতে রোটান দ্বীপ থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে। আহত ১০ জনকে বিমানের ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় সাতজন নিহত হয়েছেন।
হন্ডুরান এয়ারলাইন ল্যানসার পরিচালিত জেটস্ট্রিম বিমানটিতে ১৪ জন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, ক্যারিবীয় উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমে বিমানের যাত্রীদের বিষয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একজন করে নাগরিক ছিলেন বিধ্বস্ত বিমানটিতে। এছাড়া দুই শিশুও বিমানটির যাত্রী ছিল। বিমানটি রোটান দ্বীপ থেকে হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।
রোটানের ফায়ার সার্ভিসের কর্মকর্তা ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন বোরজাস বিমান বিধ্বস্তে সাত আরোহীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। দেশটির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন তিনি।
বিমান বিধ্বস্তের এই ঘটনায় দেশটির প্রখ্যাত গারিফুনা সংগীতশিল্পী অরেলিও মার্টিনেজ সুয়াজোও নিহত হয়েছেন বলে হন্ডুরাসের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির পুলিশের শেয়ার করা নাটকীয় একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ও অন্যান্য বাহিনীর কর্মকর্তারা জীবিত যাত্রীদের উদ্ধার করে উপকূলে নিয়ে যাচ্ছেন। এ সময় সেখানে স্ট্রেচার ও নৌকায় করেও তাদের উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি। এছাড়া এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বিমান সংস্থাটিও।
এফপি