সম্প্রতি এক সাক্ষাৎকারে জিৎ প্রকাশ করলেন বলিউড থেকে একাধিক প্রস্তাব এলেও তিনি কেন রাজি হননি।
প্রশ্ন: "চেঙ্গিজ-এর পর নিশ্চয়ই বলিউড থেকে আপনার কাছে প্রস্তাব আসা বেড়ে গেছে?"
💬 জিৎ: "তার আগেও কিন্তু একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমি রাজি হইনি।"
তিনি আরও বলেন, "দেখুন, বলিউডের কাজের অপেক্ষায় না থেকে বাংলায় ছবি তৈরি করে তাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে পারাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং।"
🎥 ‘Chengiz’ ও বাংলার জাতীয় স্তরে বিস্তার:
✔ ‘Chengiz’ প্যান-ইন্ডিয়া রিলিজ পায়।
✔ জিৎ বলিউডের পরিবর্তে টলিউডকেই আরও শক্তিশালী করতে চান।
✔ বাংলা সিনেমাকে বড় পরিসরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরাই তার লক্ষ্য।
বলিউডে কাজের বিষয়ে জিতের দৃষ্টিভঙ্গি:
- সঠিক চিত্রনাট্য ও চরিত্র না পেলে বলিউডে কাজ করবেন না।
-বাংলা ইন্ডাস্ট্রিকে বড় স্কেলে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।
-‘Chengiz’-এর সাফল্যের পরও বাংলা ইন্ডাস্ট্রিতে নিজের প্রভাব আরও বিস্তৃত করতে চান।
এসএন