কবীর খানের চন্দু চ্যাম্পিয়নের পরবর্তী পরিচালনা নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। এর আগে, আমাদের সঙ্গে কথা বলার সময়, তিনি সালমান খানকে নিয়ে বাব্বর শের নির্মাণের গুজব উড়িয়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি, খবর ছড়িয়েছে যে তিনি ভিকি কৌশলের সঙ্গে একটি সিনেমা নিয়ে আলোচনা করছেন এবং এটি ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার প্রথম অনস্ক্রিন সহযোগিতা হতে পারে।
তবে,বাজরঙ্গি ভাইজান ও এক থা টাইগার-এর পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে এই গুজবগুলো পুরোপুরি ভিত্তিহীন নয়।
ভিকির সঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন করা হলে কবীর খান হেসে বলেন যে তিনি চাওয়া মাত্রই চাভা অভিনেতার সঙ্গে কাজ করতে আগ্রহী, কারণ তাদের সম্পর্ক পেশাদার গণ্ডির বাইরে। তিনি বলেন,"ভিকি আমাদের অন্যতম সেরা অভিনেতাদের একজন। সে আমার পরিবারের মতো। আমি ভিকি ও ক্যাটরিনার দুজনেরই খুব কাছের।
তাই, আমি অবশ্যই তার সঙ্গে কাজ করতে চাই। দিন শেষে, আমরা পরিচালক ও অভিনেতারা সবসময় নতুন আইডিয়া নিয়ে আলোচনা করি। তবে এখনো এমন কিছু নেই যা নিশ্চিত করে বলা যায় যে আমরা একসঙ্গে কাজ করছি। কিন্তু হ্যাঁ, আমি তার সঙ্গে কথা বলেছি।"
এমআর/এসএন