কোপা আমেরিকা ফাইনালে মেসিদের বিশেষ সুবিধা দেয়ার অভিযোগ হামেসের

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর ৯ মাস পেরিয়ে গেলেও, কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ এখনো সেই স্মৃতি ভোলেননি। এই টুর্নামেন্টে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও পাদপ্রদীপের আলো কেড়ে নিয়েছিলেন হামেস। ২০১৪ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখে খেলা এই তারকা ২০২৪ সালের কোপায় ছয়টি অ্যাসিস্ট করে ফাইনালে পৌঁছানোর পথে দলের নেতৃত্ব দেন।

তবে, ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে যায় কলম্বিয়া। সেই ফাইনালের প্রায় ৯ মাস পর, স্প্যানিশ সাংবাদিক এদু আগুইয়েরের কাছে অভিযোগ করেছেন হামেস। তার দাবি, কলম্বিয়া মাঠের বাইরের বিভিন্ন কারণে চ্যাম্পিয়ন হতে পারেনি। এছাড়া, টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা বেশি সুবিধা পেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আর্জেন্টিনার কাছে ওই হার নিয়ে হামেস বলেন, ‘দারুণ একটা কোপা আমেরিকা কেটেছে আমাদের। ব্যক্তিগতভাবেও দারুণ টুর্নামেন্ট কেটেছে। শিরোপাটা খুব করে জিততে চেয়েছিলাম, কাছাকাছিও চলে গিয়েছিলাম কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে থাকা ইস্যুর জন্য আমরা আমেরিকার চ্যাম্পিয়ন হতে পারলাম না।’

পেনাল্টি না দেয়ার অভিযোগ এনে ৩৩ বছরের এই মিডফিল্ডার বলেন, ‘রেফারি দুটি পেনাল্টি দেননি, এর মধ্যে একটি তো আমার চোখে একেবারে পরিষ্কার ছিল। ভিএআরের রেকর্ডিং অন্য সব ম্যাচেই দেখানো হয়েছে, কিন্তু ফাইনালে দেখানো হয়নি। কিছুটা অদ্ভুত তো ছিলই সেটা।’

পাশাপাশি টুর্নামেন্টেও আর্জেন্টিনার তুলনায় কলম্বিয়ার জন্য ফাইনালের পথ কঠিন ছিল বলেও মন্তব্য করেছেন হামেস, ‘আমরা যে পাশটাতে পড়েছি, সেদিকে ব্রাজিল, উরুগুয়ে ও আরও কঠিন দল ছিল। আর ওরা (আর্জেন্টিনা) পড়েছে দুর্বল দলগুলোর দিকটাতে। তাছাড়া আমাদের অনেক ভ্রমণও করতে হয়েছে। তবে এসব কোনো অজুহাত নয়।’

‘আমরা সেই ম্যাচে ভালো ফর্মে ছিলাম, আমরা একটি দুর্দান্ত ফাইনাল খেলেছিলাম। পেনাল্টির আগে মাত্র তিন মিনিট বাকি থাকতে তারা একটি গোল হজম করেছিল। তারা সবকিছু জিতেছে। আমি বলছি না যে তারা জয়ের যোগ্য দল ছিল না, তবে সত্য হলো কিছু বিষয় প্রভাব ফেলেছিল এবং আমাদের পিছিয়ে রেখেছিল। যা ঘটেছে, সেটাই বাস্তবতা।’ 


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ Mar 19, 2025
img
ইনু-মেনন-আনিসুল-দীপু মনি ও সাদেক খানকে রিমান্ডে নেওয়া হয়েছে Mar 19, 2025
img
সাত বছরের শিশু ধর্ষণ মামলা, গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড Mar 19, 2025
img
শিক্ষাখাতে সংকট কাটাতে সংস্কারে মনোযোগী সরকার: শিক্ষা উপদেষ্টা Mar 19, 2025
img
ইমরুলের বড় সংগ্রহের দিনে ব্যর্থ সাব্বির Mar 19, 2025
img
৩০ মিনিটে হিট এক কোটি ২৩ লাখ, বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট Mar 19, 2025
img
নজরুল ইসলাম খানের স্ত্রীর মৃত্যুতে তারেক রহমানের শোক Mar 19, 2025
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি প্রশ্নে রুল Mar 19, 2025
img
কমলাপুর স্টেশনে লাইনচ্যুত কন্টেইনার ট্রেন Mar 19, 2025
জনস্বাস্থ্য ও নৈতিকতা বিবেচনায় গাজীপুরে প্রশাসনের পদক্ষেপ Mar 19, 2025