‘Brahmastra 2’ কনফার্ম, কখন শুরু হবে প্রি-প্রোডাকশন

Astraverse-এর ভক্তদের জন্য দারুণ খবর। রণবীর কাপুর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে ‘Brahmastra: Part Two – Dev’ তৈরি হচ্ছে, এবং ‘War 2’ মুক্তির পর প্রি-প্রোডাকশন শুরু হবে

সিক্যুয়েল নিশ্চিত  জানিয়েছেন রণবীর এখন পর্যন্ত এটি আয়ান মুখার্জির অন্যতম প্রকল্প।

 ‘War 2’ (হৃতিক রোশন, JR NTR, কিয়ারা আডবাণী) মুক্তির পর, ‘Brahmastra 2’ প্রি-প্রোডাকশন শুরু হবে।শীঘ্রই সিনেমাটি নিয়ে নতুন কিছু আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

‘Dev’ (অ্যাস্ট্রাভার্সের সবচেয়ে শক্তিশালী চরিত্র)-এর উত্থানের গল্প দেখানো হবে। রণবীর কাপুর দ্বৈত চরিত্রে (শিবা ও দেব), যেখানে বাবা-ছেলের মধ্যে একটি তীব্র দ্বন্দ্ব দেখা যাবে!প্রথম ছবির চেয়ে আরও বৃহৎ স্কেলে মিথোলজি, নতুন অস্ত্র, চরিত্র ও জগতের পরিচয় ঘটবে।
সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘Love & War’ (মার্চ ২০২৬) – আলিয়া ভাট ও ভিকি কৌশল।

নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘Ramayana: Part One’ –যেখানে থাকবে সাই পল্লবী (সীতা) ও যশ (রাবণ)। ‘Animal Park’ – ‘Animal’ সিক্যুয়েল, পরিচালনা সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ