স্টুপিড স্টুপিড স্টুপিড, গাভাস্কারকে নকল করলেন পান্ত!

বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় উইকেট ছুড়ে ফেলার কারণে ঋষভ পান্তের প্রতি বিরক্ত হয়েছিলেন সুনীল গাভাস্কার। ধারাভাষ্য দেওয়ার সময়ই তিনি প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেন। পরে, আইপিএলের আগে এক বিজ্ঞাপনের শুটিংয়ে গাভাস্কারের সেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া নকল করেন পান্ত, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তরুণ উইকেটরক্ষক-ব্যাটারের ওপরই ভরসা রেখেছিলেন গৌতম গম্ভীর। সেই সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাট করছিলেন পান্ত। মেলবোর্নের ২২ গজে থিতু হওয়ার পরও অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি ধারাভাষ্যকক্ষে থাকা গাভাস্কার। পান্তের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং সম্পর্কে গলা চড়িয়ে গাভাস্কার বলেছিলেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ যা সে সময় ভাইরাল হয়েছিল।

আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সেই ক্ষিপ্ত গাভাস্কারকে নকল করেছেন পান্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেদিন গাভাস্কার যে রকম পোশাক পরেছিলেন, পান্তও তেমন পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন। নিজেকে হুবহু গাভাস্কারের মতো সাজানোর চেষ্টা করেছেন।

তারপর মাইক্রোফোন হাতে ঠিক গাভাস্কারের মতো ভঙ্গি করেই পান্ত বলেছেন, ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’ নিজের দায়িত্বজ্ঞান ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে ভারতের সাবেক অধিনায়ককে নকল করেছেন পান্ত। অনেকে মজা পেলেও একাংশ পান্তের সমালোচনাও করেছেন। শিক্ষা নেওয়ার চেষ্টা না করে ভুলকে লঘু করে দেখার মানসিকতা বলেছেন অনেকে। ফলে খানিকটা বিতর্ক তৈরি হয়েছে।

এবার লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএল খেলবেন পান্ত। সঞ্জীব গোয়েন্‌কার দলকে তিনিই নেতৃত্ব দেবেন। পান্তকে ২৭ কোটি রুপিতে দলে নিয়েছেন লখনৌ কর্তৃপক্ষ।


এসএস/এসএন

Share this news on: