পঞ্চগড়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে স্থানীয়রা ওই শিক্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার দিবাগত রাতে উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আজ সকালে দেবীগঞ্জ থানায় শিক্ষক রেজওয়ান পারভেজ (২২) এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে ওই শিক্ষককে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি মো. সোয়েল রানা বলেন, 'শিক্ষককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।'

এসএস/টিএ

Share this news on: