ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে বৈঠক বসবেন ক্রীড়া উপদেষ্টা

ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল দলের সঙ্গে সৌদি আরব থেকে ঢাকা আসেননি। ফাহমিদুলকে চূড়ান্ত দলে না নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বিতর্কের জন্ম দিয়েছেন। বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। তিনি আগামীকাল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করবেন।

ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের লিগে খেলেন। মাত্র ১৮ বছর বয়সী ফুটবলারকে কোচ হ্যাভিয়ের সম্ভাবনাময় মনে করায় জাতীয় দলে ডেকেছিলেন। সৌদি আরবে এক সপ্তাহ অনুশীলন করেছেন ও একটি ম্যাচ খেলেছেন। এরপরও তাকে বাদ দেয়ায় ফুটবলাঙ্গনে সমালোচনা হয়েছে। সমর্থকরা বাফুফে ভবন ও টিম হোটেলের সামনে প্রতিবাদ করেছেন ফাহমিদুলকে ফেরানো ও জাতীয় দলে সিন্ডিকেট ভাঙার দাবিতে।

হামজার জাতীয় দলের ক্যাম্পে আগমন উপলক্ষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল টিম হোটেলে এসেছিলেন। হামজা হোটেলে পৌঁছানোর আগে বাফুফে সভাপতি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে কিছুক্ষণ আলাপ করেছেন। এ সময় তার আস্থাভাজন সহ-সভাপতি ফাহাদ করিমও ছিলেন। হোটেলে জাতীয় দল কমিটির অন্য সদস্যরা থাকলেও কোচের সঙ্গে আলোচনায় ছিলেন না।

এফপি 

Share this news on: