মাগুরায় হত্যা মামলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মাগুরা জেলায় মহম্মদপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২ হত্যা মামলার এজহারভুক্ত আসামি বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান শিকদার এবং নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৌয়বুর রহমান তোরাপকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় মাগুরা সদর উপজেলার ঢাকা রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আটককৃত দুই সাবেক চেয়ারম্যান ২০২৪ সালের ৫ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহাদ ও সুমন হত্যা মামলার এজহারভুক্ত আসামি। তদন্তে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ তাদের খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর উপজেলার ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে মহম্মদপুর থানা পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর মিজানুর রহমান শিকদার ও তৌয়বুর রহমান তোরাপকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ