ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে আজ (বুধবার) তিনটি ম্যাচ চলছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।
প্রথমে ব্যাট করে অগ্রণী ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেছেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া সাদমান ইসলাম ৫৩ এবং অমিত হাসান ৪১ রান করেন।
শাইনপুকুরের হয়ে আলি মোহাম্মদ ও রায়ান রাফসান দুটি করে উইকেট নেন।
বিকেএসপির আরেক মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
যেখানে প্রথমে ব্যাট করে পারটেক্স সংগ্রহ করেছে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান। দলের হয়ে এদিন জয়রাজ শেখ করেন ৫৪ রান, এছাড়া রুবেল মিয়া করেন ৫২ রান। এদিনও ব্যাট হাতে রানের দেখা পাননি দলের অধিনায়ক সাব্বির রহমান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আল আমিন হোসেন এবং মাহমুদুল হাসান।
মিরপুর শের-ই বাংলার মাঠে লড়ছে ব্রার্দাস ইউনিয়ন এবং গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ব্রার্দাস সংগ্রহ করেছে ২৯০ রান ৯ উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন বিশাল চৌধুরী। এ ছাড়া ৬৫ রান করেন আইচ মোল্লা। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নিহাদুজ্জামান।
এসএস/টিএ