ইস্তাম্বুলের মেয়র আটক

দুর্নীতি ও সন্ত্রাসবাদ তদন্তের অংশ হিসেবে তুরস্কের কর্তৃপক্ষ ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে আটক করেছে। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইস্তাম্বুলের মেয়রের একজন প্রেস সহকারী এএফপিকে জানিয়েছেন, বুধবার (১৯ মার্চ) মেয়র একরেম ইমামোগলুকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।

মেয়র ইমামোগলুর বাড়িতে তল্লাশির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। দেশটির সংবাদমাধ্যমে খরব প্রকাশিত হয়েছে, দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে।

এএফপির স্থানীয় এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র একরেম ইমামোগলুকে আটক করে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।
এর আগে ইমামোগলু সামজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, ‘আমার বাড়ির দরজায় কয়েক শ পুলিশ এসেছে। আমি নিজেকে মানুষের কাছে সঁপে দিচ্ছি।’

প্রধান বিরোধী দল সিএইচপি পার্টি এই পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ বলে নিন্দা জানিয়েছে।

মেয়রের দপ্তর থেকেও ইমামোগলুর আটক হওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।

আটকের এক দিন আগেই ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ‘অনিয়মের অভিযোগে’ একরেম ইমামোগলুর ডিপ্লোমা ডিগ্রি বাতিল করেছে। ডিগ্রি না থাকায় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়ে গেছে। কারণ, তুরস্কের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চতর শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

ইমামোগলু তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এই দল থেকেই জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
ইমামোগলু এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ইস্তাম্বুলের মেয়রের দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার তদন্ত চলছে।

আরএ/টিএ

Share this news on: